দুদককে তলব করায় সংসদীয় কমিটির প্রতি অভিনন্দন

    0
    232

    দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারীঃ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি ২২ ও ২৩ জানুয়ারী ২০১৬ বহুল প্রচারিত সুনামধন্য প্রভাবশালী একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ডেসটিনি সম্পদ বেদখল মামলার বিচার শুরু হয়নি-হলমার্ক কেলেংকারী মামলায় ৫ জনের ১২টি এফডিআর ও ব্যাংক হিসাব মুক্ত সংবাদে গভীর উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে বলেন, পথে বসা প্রায় ৪৫ লাখ গ্রাহক এর সাথে সংশি¬ষ্ট কোটি পরিবার আজ হতভম্ব, ক্ষুব্ধ ও মর্মাহত।

    খবরে প্রকাশ আদালতের আদেশের প্রায় ৩ বছর পার হলেও এলএলএম কোম্পানী ডেসটিনি অধিকাংশ গাড়ী এবং ফ্ল্যাট ও জমির উলে¬খযোগ্য অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। অথচ এই বাহিনী সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সাফল্যের দাবীদার। সেনা প্রধান নামে কলংক ডেসটিনির এমডি রফিকুল আমীন এখনও জামাই আদরে। অপরদিকে কারাগারে আটক সোনালী ব্যাংকের হলমার্ক জালিয়াতি মামলার আসামী হলমার্কেটের ব্যবস্থাপক তুষার আহমদের দুটি এফডিআর হিসাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। দুর্নীতি দুদক কর্তৃক সোনালী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনায় হলমার্কের বিরুদ্ধে ৩৮ টি মামলা হয়।

    নেতৃবৃন্দ বলেন, দুদকের চরম গাফলতিতে জনগণের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ব্যাপারে এই অবস্থা চলতে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার সামিল। নেতৃবৃন্দ বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুদকের দায়মুক্তির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সংশোধনী কমিটি কর্তৃক আগামী ২৮ জানুয়ারী দুদককে তলব করায় সংশোধনীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশবাসী শুধু বেসিক ব্যাংক নয়, দুদকের দায়মুক্তি দেয়া পদ্মা সেতু কেলেংকারী ও কুইকরেন্টাল নামে বিদ্যুতের দুর্নীতির নায়ক সহ অন্যান্য বড় বড় দুর্নীতিবাজ ও প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেয়ার বিষয়ে একশন কর্মসূচী নেয়ার জন্য সংসদীয় কমিটির মান্যবর সদস্যদের প্রতি আকুল আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ পাশাপাশি ডেসটিনি ও হলমার্কের দুর্নীতির ব্যাপারে শীঘ্রই একশন কর্মসূচী নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।প্রেস বিজ্ঞপ্তি