দুই মামলায় বিএনপির পাঁচ নেতা ৮ দিনের রিমান্ডে

    0
    215

    আমার সিলেট  24 ডটকম,১৪নভেম্বরঃ হরতালের নামে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মহানগর হাকিম রেজাউল করিম বৃহস্পতিবার সকালে আসামিদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।ফলে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আজ বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে তাদের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তা শেষ হয়। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর মধ্যে এক মামলায় ৫ দিন এবং অপর মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। আটক বিএনপি নেতাদের গত ২৪ সেপ্টেম্বর এবং ৫ নভেম্বর মতিঝিল থানায় করা পুলিশের দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়ার মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস।