দুই নেত্রীর ফোনালাপ প্রকাশে শাস্তি চেয়ে রিট

    0
    253

    আমার সিলেট  24 ডটকম,০২নভেম্বরঃ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর ফোনালাপ প্রকাশের বিষয়টি চ্যালেঞ্জ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সকালে  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন এডভোকেট ফারুক হোসেন ও এডভোকেট আব্দুল্লাহ আল বাকি। আগামীকাল রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।এ রিটে দুই নেত্রীর ফোনালাপ মিডিয়ায় প্রকাশ করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সাথে দুই নেত্রীর ফোনালাপের বিষয়সমূহ মিডিয়ায় প্রচার বন্ধের আদেশও চাওয়া হয়েছে। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৪৩ (খ) অনুচ্ছেদে বলা হয়েছে, চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষা নাগরিকের মৌলিক অধিকার। বিবাদীরা সংবিধানের ৪৩(খ) অনুচ্ছেদ ও তথ্য প্রযুক্তি আইন লংঘন করে দুই নেত্রীর ফোনালাপ প্রচার করায় ফৌজদারী অপরাধ করেছে। আর তথ্যপ্রযুক্তি আইনের ৬৩ ধারায় ব্যক্তিগত যোগাযোগ প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এটি সংবিধানের ৬৩ ধারার লঙ্গন কারন, ফোনালাপ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হয় যা এক্ষেত্রে নেয়া হয়নি। আইনগত এ দুটি দিক উল্লেখ করে আমরা এ রিট আবেদনটি দায়ের করেছি।বিবাদী করা হয়েছে তথ্য, স্বারাষ্ট্র, যোগাযোগ মন্ত্রণালয়, বেসরকারি টেলিভিশন ওনার্স এসোসিয়েশন(এট), জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি, সেক্রেটারি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সভাপতি, সেক্রেটারি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)এর সভাপতি ও সেক্রেটারিকে।আইনজীবী মো. ওমর ফারুক বলেন, দুই নেত্রীর ফোনালাপ প্রসঙ্গে যে মামলাটি দায়ের করা হয়েছে তা একটি জনস্বার্থে রিট মামলা। জনগণের কথা চিন্তা করে এ মামলাটি দায়ের করা হয়েছে। তিনি বলেন, দুই নেত্রীর ফোনালাপ মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা খুবই কম। যার কারণে সামনের দিনগুলোতে রাজনৈতিক অবস্থান আরো ভয়াবহ হতে পারে। সংলাপ হলে দেশের মানুষের জন্য মঙ্গল হতো। দেশের রাজনৈতিক অবস্থার পরিবেশ ভালো হতো। কিন্তু দুই নেত্রীর ফোনালাপ মিডিয়ায় প্রকাশ করায় দুই নেত্রীর সংলাপে বসার সম্ভাবনা কমে এসেছে।প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় খালেদা জিয়াকে ফোন করেন শেখ হাসিনা। প্রায় ৩৭ মিনিট তাদের ফোনালাপ হয়। এসময় উভয় পক্ষ থেকে কোনো গণমাধ্যমকর্মীকে কক্ষের ভেতর ঢুকতে দেয়া হয়নি। তবে প্রধানমন্ত্রীর কক্ষে কয়েকটি চ্যানেলের চিত্রগ্রাহককে কিছু সময়ের জন্য অবস্থান করার অনুমতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ করা হয়।