দুই নেত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন ড. মিজানুর রহমান

    0
    520

    দুই নেত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশন তাঁদের এক টেবিলে বসানোর উদ্যোগ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মিজানুর রহমান এ অনুরোধ জানান।
    ড. মিজানুর বলেন, ‘আপনারা অন্তত একবার একসঙ্গে বসুন। কোনো এজেন্ডার প্রয়োজন নেই। শুধু চা-পানের জন্যই বসুন। আপনাদের মুখ দেখাদেখি হোক, কুশলবিনিময় হোক। সমগ্র জাতিকে আপনারা মুক্তির পথ দেখাতে পারেন। জনগণের কল্যাণই যদি আপনাদের লক্ষ্য হয়, তাহলে সব প্রশ্নের উত্তর মিলবে।’
    এ ছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাম্প্রতিক সহিংসতায় যেসব সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন হয়েছে, তাদের পাশে দাঁড়াতে সরকারে প্রতি অনুরোধ জানিয়েছেন।
    মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 

    Dr M Rahman