দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে স্বাগতিক বাংলাদেশ

    0
    470

    আমারসিলেট24ডটকম,২০মার্চঃ চট্টগ্রামে চলমান খেলায় টি-২০ হংকংয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। দলীয় রান তখন মাত্র তিন। তানভীর আফজালের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার তামিম এবং ষষ্ঠ বলে ওয়ানডাউনে নামা সাব্বির রহমান আউট হন। কোনো রান না করা তামিম সরাসরি বোল্ড হন। সাব্বির রহমান ২ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পা দেন।
    দলের এ অবস্থায় ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব-এনামুল জুটি ৬ ওভার মোকাবেলায় ৪৮ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হন। হংকং স্পিনার নাদিম আহমদের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন এনামুল। ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২৬ রান করেন এনামুল।
    তারপর সাকিব-মুশফিক জুটি ৪.৪ ওভারে ৩৪ রানের পার্টনারশিপ গড়েন। সাকিব আল হাসান ২৭ বলে ছয়টি চারের সাহায্যে ৩৪ রান করে আউট হন। দলীয় রান তখন ৮৫। ৮৯ রানে অধিনায়ক মুশফিকুর রহিম আউট হলে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম করেন ২৩ রান।
    ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯১/৫। নাসির হোসেন ৩ এবং মাহামুদুল্লাহ রিয়াদ ১ রানে ক্রিজে রয়েছেন।

    বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা ইনজুরির কারণে একাদশে জায়গা পাননি। তার বদলে সুযোগ পেয়েছে পেসার রুবেল হোসেন।