দীপন হত্যায় যুব মৈত্রীর বিবৃতি

    0
    201

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ নভেম্বর: বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স এক বিবৃতিতে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপন বসু ও তারেক রহিমকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

    বিবৃতিতে তারা এ ঘটনাকে স্পষ্টতই জঙ্গি হামলা বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক চক্রের স্পষ্ট ইন্ধন ছাড়া এ ধরনের সিরিজ হত্যাকা-ে সম্ভব নয়। দুই জন শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের অপেক্ষায় যখন দেশ, ঠিক তার আগ মুহূর্তে এ ধরনের হত্যাকা-ের ঘটনা সেদিকেই ইঙ্গিত করে।

    বিবৃতিতে তারা আরো বলেন, একের পর এক প্রগতিশীল মুক্তবুদ্ধি চর্চার সৈনিকদের ‘হুমকি দিয়ে হত্যা’র ঘটনার রহস্য অনুদ্ঘাটিত থাকা এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে উদাসীনতা এ ধরনের হত্যাকা-কে আরো উৎসাহিত করে। পূর্বের এ জাতীয় হত্যাকা-সমূহের বিচার সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বলে বিবেচিত হতে পারে। একই সাথে স্বাধীনতাবিরোধী মৌলবাদ-সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক রাজনৈতিক ঐক্য ও রাজপথের প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

    বিবৃতিতে নেতৃদ্বয় আহত তিন লেখক-প্রকাশকের সুচিকিৎসা এবং হুমকিপ্রাপ্ত অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী, লেখক, প্রকাশক, শিক্ষক, ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।