দিনব্যপি কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে মহান মে দিবস পালিত

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২মে, সুজয় কুমার বকসীঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে   জেলা প্রশাসন,জাতীয় শ্রমিকলীগ, বাস , মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরী,কাভার্ড  ভ্যান শ্রমিক ইউনয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন,ইজিবাইক সমিতি, ভাড়ায় মটর সাইকেল চালক সমিতি, খাদ্যগুদাম শ্রমিক সমিতি ,ভ্যান,রিক্স্রা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে ।

    আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনাসভা ,আহত ও নিহত শ্রমিদের পরিবারের মধ্যে অনুদান বিতরণসহ বিভিন্ন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকালে শহরের রুপগঞ্জ ও নড়াইলের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠন পৃথকভাবে র‌্যালী বের করে র‌্যালিগুলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । জাতীয় শ্রমিক লীগ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভা করে। এখানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এছাড়া জেলা বাসমিনি বাস শ্রমিক ইউনিয়ন রূপগঞ্জ প্রজন্ম চত্তরে বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করে। শ্রমিক নেতা জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে শ্রমিক নেতা সাদেক খান, জেলা আওয়ামীলীগের  সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামীলী ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। বিকালে একই জায়গায় ইজিবাইক বহুমুখী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে।

    ইজিবাইক সমিতির সভাপতি মোঃ লায়েব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জাহাঙ্গীর বিশ্বাস, ওয়ার্কাস পার্টির সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, সদও উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু । নড়াইলে ইসলামী শ্রমিক আন্দোলন দিবস পালন করে। বিকালে র‌্যালি শেষে  শহরের পুরাতন টার্মিনাল মসজিদ  চত্বর সামনে সমাবেশ ও আলোচনা সভায় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারন সম্পাদক এস এম নাছির উদ্দিন বক্তব্য রাখেন ।