দরিদ্র শিক্ষার্থীদের সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি

    0
    577

    দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকার ম্যারিয়ট কনভেনশন সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করেন।

    দরিদ্র শিক্ষার্থীদের সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি
    দরিদ্র শিক্ষার্থীদের সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৮২ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
    আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ২০০৯ সাল থেকে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এ পর্যন্ত ফাউন্ডেশন থেকে মাধ্যমিক স্তরে ৮২৫ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে এ বৃত্তির সংখ্যা ছিল এক হাজার ২৬৩। ২০১১ সাল থেকে স্নাতক স্তরে এ বৃত্তি কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।