দক্ষিণাঞ্চলের সর্বকালের বৃহৎ জানাজা শেষে চীর নিদ্রায় হিরণ

    0
    239

    আমারসিলেট24ডটকম,১১এপ্রিলঃ দল মত নির্বিশেষে সবাইকে কাঁদিয়ে চীর বিদায় নিলেন বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ।আজ শুক্রবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে দক্ষিণাঞ্চলের সর্বকালের সর্ববৃহৎ নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় মুসলিম গোরস্থানে মায়ের কবরে চীর নিদ্রায় শায়িত করা হয় সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণকে। এসময় দলীয় নেতা-কর্মী সহ হাজার-হাজার সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

    এর আগে বঙ্গবন্ধু উদ্যানের বিশাল সামিয়ানার নিচে হাজার-হাজার মানুষ আজ দুপুরে জুমার নামাজের জামাতে অংশ নেন। এরপরে সেখানেই নগরীর বিভিন্ন মসজিদ থেকে আরো বিপুল সংখ্যক মুসুল্লি শওকত হোসেন হিরণের নামাজে জানাজায় শরিক হন। শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সহ হাজার-হাজার মানুষ নামাজে জানাজায় অংশ নেন।

    এখানে চোখের পানি ধরে রাখাতে পারেননি ছোট-বড় কেউই। এর আগে শুক্রবার সকালে আওয়ামী লীগ অফিসে শওকত হোসেন হিরণের লাশ পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে গিয়ে দলীয় নেতা-কর্মীরা কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মরদেহ নগর ভবনে পৌছলে সেখানে সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তার  প্রতি শেষ শ্রদ্ধা জানান।