ত্রাণ সহায়তা নিয়ে ২ রুশ বিমান সিরিয়ায়

    0
    361

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩সেপ্টেম্বরঃ সিরিয়ার জনগণের জন্য দুটি বিমানে করে মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া।সিরিয়ার বন্দরনগরী লাত্তাকিয়ার বাসেল আল-আসাদ বিমানবন্দরে বিমান দুটি ল্যান্ড করেছে।

    সিরিয়ার গণমাধ্যমের খবর অনুসারে ৮০ টন ত্রাণ সহায়তা নিয়ে বিমান দুটি সিরিয়া পৌঁছেছে। রুশ প্রতরিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেন, সিরিয়ার বেসামরিক লোকজনের মৌলিক চাহিদা পূরণের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী পাঠিয়েছে মস্কো। তাবুতে ব্যবহারের জন্য এসব সামগ্রী কাজে লাগবে।

    এসব পণ্যের মধ্যে রয়েছে ম্যাট্রেস, কম্বল, বিছানা, তাবু গরম রাখার জন্য স্টোভ, রান্নাঘর এবং পানি সরবরাহের ট্যাংক। এছাড়া মানবিক সহায়তার মধ্যে রয়েছে- সেরিয়াল, কনডেন্সড মিল্ক, কৌটাজাত ও শিশু খাদ্য। জেনারেল কোনাশেংকভ জানান, বিমান থেকে খালাসের পর সব মানবিক সহায়তা যুদ্ধবিধ্বস্ত এলাকার লোকজনের জন্য একবারেই সরবরাহ করা হবে।

    এদিকে, সিরিয়ায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নিজ আকাশসীমা বন্ধ না করায় গ্রিস সরকারের প্রশংসা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকদিন আগে সিরিয়ায় ত্রাণবহনকারী রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে গ্রিস সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিল আমেরিকা। কিন্তু গ্রিস সে অনুরোধে সাড়া দেয় নি। irna