তিন ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আসছে

    0
    219

    আমার সিলেট  24 ডটকম,১৬নভেম্বরঃ আগামী বছর তিন দিকে ডিসপ্লে থাকতে পারে, এমন একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং সূত্রের বরাত দিয়ে  এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।স্যামসাংয়ের নতুন এ স্মার্টফোন গ্যালাক্সি সিরিজে যুক্ত হতে পারে অথবা এর জন্য নতুন কোনো সিরিজ ঘোষণা দিতে পারে স্যামসাং প্রতিষ্ঠানটি। তিন দিকে ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা কোনাকুনিভাবে বার্তা পড়তে পারবেন। স্মার্টফোনটি হবে স্যামসাংয়ের ‘ইয়াম’ নামের প্রযুক্তিরই উন্নত সংস্করণ। ইয়াম প্রযুক্তিটি বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ড নামে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনে ব্যবহূত হয়েছে। স্যামসাং অবশ্য তাদের তিন দিকের ডিসপ্লেবিশিষ্ট স্মার্টফোনের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর উদ্ভাবনী পণ্য হিসেবে বড় মাপের বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন ঘোষণা দিতে পারে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। উদ্ভাবনী পণ্যের দৌড়ে অ্যাপলকে টেক্কা দিতেই মূলত তিন দিকের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং।