তাহিরপুর সীমান্তে ২ লক্ষ টাকার ভারতীয় মদ আটক

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মে,মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ১৩৯বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২লক্ষ ৮হাজার ৫শত টাকা। স্থানীয়রা জানায়-প্রতিদিনের মতো গতকাল শনিবার দুপুর ১টায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে চিহ্নিত চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া তাদের লোক দিয়ে লাউড়েরগড় সীমান্তের ১২০৫এর ৫এস সংলগ্ন মুকশেদপুর এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁর করে তাদের কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিজিবি অভিযান চালিয়ে ১৩৯বোতল মদ আটক করে।

    এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে দুই চোরাচালানী তাদের সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির বলেন-শিশু বলৎকার ও চাঁদাবাজি মামলার আসামী চোরাচালানী আজাদ মিয়াকে গ্রেফতার করলে চোরাচালান ও মাদক বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ আটককের সত্যতা নিশ্চিত করেছেন।