তাহিরপুরে ৭টি ঠেলাগাড়িসহ ৪ টন কয়লা ও মদ আটক

    0
    272

    মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৭টি ঠেলাগাড়িসহ ৪টন চোরাই কয়লা ও ৯৩বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডে মদ আটক করেছে বিজিবি। আটককৃত ঠেলাগাড়িসহ কয়লার মূল্য ২লক্ষ টাকা ও মদের মূল্য ১লক্ষ ৩৯হাজার ৫শত টাকা। স্থানীয়রা জানায়-প্রতিদিনে মতো গতকাল বুধবার বিকেলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ডিবিতে থাকা এসআই জামালের নেতৃত্বে চোরাচারানী আজাদ মিয়া ও জম্মত আলীসহ ১৫-২০জন চাঁনপুর সীমান্তের রাজাই ও কড়ইগড়া এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচাঁর করে বিভিন্ন স্থানে মজুদ করে রাখে।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ঠেলাগাড়িসহ ৪টন অবৈধ কয়লা ও লাউড়েরগড় সীমান্তের বারেকটিলা দিয়ে সকালে মদ পাঁচারের সময় ৯৩বোতল মদ আটক করা হয়।

    এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। পাচাঁরকৃত এসব চোরাই কয়লার প্রতি বস্তা থেকে আজাদের নামে ২০টাকা,মদ থেকে সাপ্তাহিক ১হাজার টাকা,এসআই জামালের নামে প্রতি কয়লার বস্তা থেকে ২০টাকা,মদ থেকে মাসিক ১০হাজার টাকাসহ আরো বিভিন্ন নামে চাঁদা উত্তোলন করে চোরাচালানী জম্মত আলী ও দালাল সাজ্জাদ মিয়া।

    এব্যাপারে রাজাই গ্রামের চিহ্নিত চোরাচালানী জম্মত আলী বলেন-কয়লা ও ঠেলাগাড়িসহ মদগুলো ছাড়ানো ব্যাপারে এসআই জামাল স্যার ও আজাদ ভাই ব্যবস্থা নেবে বলেছেন,আমাদের বিরুদ্ধে পত্রিকায় লিখলে কিছুই হবেনা। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ,সকল ধরনের চোরাচালানসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।