তাহিরপুরে ৭টি চোরাই কয়লার নৌকা আটক করেছে বিএসএফ

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪এপ্রিল,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়ে ৭টি চোরাই কয়লার নৌকা আটক করেছে বিএসএফ। আটককৃত নৌকার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। স্থানীয়রা জানায়-গতকাল সোমবার ভোররাতে লাউড়েরগড় গ্রামের বিজিবি সোর্স পরিচয়ধারী ডিভিন মিয়া হরফে জমির উদ্দিন বিজিবি ক্যাম্পের নামে প্রতি নৌকা থেকে ৩শত টাকা ও সাজ্জাদ মিয়া চাঁদাবাজ আজাদ মিয়া ও এসআই জামালের নামে ২শত টাকা হারে উৎকোচ নিয়ে বিজিবির চোখ ফাকি দিয়ে অর্ধশতাধিক নৌকা যাদুকাটা নদী দিয়ে কয়লা আনার জন্য ভারতে পাঠায়। এসময় বিএসএফ তাড়া করলে বেশির ভাগ শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও ৭টি নৌকা আটক করে ফেলে। এব্যাপারে আটককৃত নৌকার মালিক লাউড়েরগড় গ্রামের শ্রমিক সাবুল মিয়া,শাজাহান মিয়া,একলাছুর রহমান বলেন-৫শত টাকা দিয়ে আমরা প্রতিদিনের মতো কয়লা আনতে গিয়েছিলাম। কিন্তু বিএসএফ তাড়া করে নৌকা আটকের পর সাতরিয়ে কোন রকম পালিয়ে আসি। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন,নৌকা আটকের বিষয়টি তদন্ত করে দেখব,তবে সীমান্ত চোরাচালন প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।