তাহিরপুরে ৩লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ নৌকা আটক

    0
    363

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জুলাই,মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ৩লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ১৯০বোতল মদসহ ১টি নৌকা আটক করেছে বিজিবি।

    বিজিবি ও স্থানীয়রা জানায়, ঈদের আগেরদিন শুক্রবার রাত ১০টায়  উপজেলার লাউরগড় সীমান্তের ১২০৩এর ৪-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়া ও সাজ্জাদ মিয়া তাদের সহযোগীদের নিয়ে ভারত থেকে মদ পাচাঁর করে তাদের কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিন্নাকুলি নামকস্থানে অভিযান চালিয়ে ১৯০বোতল মদ আটক করা হয়। যার মূল্য ২লক্ষ ৮৫হাজার টাকা।

    এসময় বিজিবির উপস্থিনি টেরপেয়ে মদ ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা। অন্যদিকে এছাড়া জাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর আনতে যাওয়ার সময় ৩০হাজার টাকা মূল্যের ১টি বারকী নৌকা আটক করা হয়।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ ও নৌকা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।