তাহিরপুরে সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস পালন

    0
    251

    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়।
    উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে পুস্পস্থবক অর্পন অর্পন করেন,তাহিরপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,থানা পুলিশ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ। সকল সরকারি আধাসরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
    এ সময় পাশে উপস্থিত ছিলেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান।

    পরে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও উপহার প্রদান করা হয়।