তাহিরপুরে সংর্ঘষের ঘটনায় যুবলীগ সভাপতিসহ

    0
    237

    ৮জনের বিরুদ্ধে মামলা,দুজন জেল হাজতে

    তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান সাজিদসহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধার পর সংঘর্ষের ঘটনাটি ঘটে।

    এঘটনায় তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান সাজিদ ও বীর নগর গ্রামের আরশাদ আলীর ছেলে তালহাকে আটক করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বীরনগর গ্রামের বাসীন্দা সাজিদুর রহমান সাজিদের সাথে মধ্য তাহিরপুর গ্রামের তামিম আহমেদ লিংকনের সাথে উপজেলা পরিষদের সামনে গেইটে কথা কাটাকাটি ও হাতা হাতি হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজন তাদের তাৎক্ষনিক ভাবে বিষয়টি মিমাংসা করে তাদেরকে মিলিয়ে দেন। পরিবর্তিতে এই ঘটনাটি দু’পক্ষের আতœীয় স্বজনের মধ্যে জানাজানি হলে সোমবার সন্ধ্যায় তাহিরপুর বাজারে বাচ্ছু মিয়ার চায়ের দোকানে সাজিদ ও লিংকনসহ তাদের লোকজন কথা কাটাকাটির পর সংঘর্ষে জরিয়ে পরে।
    খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান,এস আই মুস্তোফা,দি¦পংকরসহ সঙ্গীয় ফোস নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষ ১৫জন আহত হয়। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুত্ব আহত অবস্থায় উপজেলা ছাত্রদল নেতা তামিম আহমেদ লিংকন (২৫) কে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত্য কর্মকর্তা ওসি আতিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এঘটনায় মোতাহার ইসলাম নামে একজন বাদী হয়ে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান সাজিদসহ ৮জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছে। আটক দুজন আসামীকে সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।