তাহিরপুরে মদ্যপানের অপরাধে ছাত্রদল কর্মীর ৬মাসের কারাদন্ড

    0
    325

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২আগস্টঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে মদ্যপানের অপরাধে ছাত্রদল কর্মী রবিউল হাসান শামীম(২৮) কে ৬মাসের কারাদন্ড দিয়ে গতকাল রোববার দুপুর ২টায় জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। ছাত্রদল কর্মী শামীম উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত নাজির মেম্মারের ছেলে। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শামীমকে ৬মাসের কারাদন্ড দেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়,গত শনিবার রাত ১২টায় বাদাঘাট বাজারের বাদামপট্টিতে সীমান্ত চোরাচালানী আজাদ মিয়ার ছোট ভাই সাজ্জাদ মিয়া ভারতীয় মদ বিক্রি করার পাশাপাশি ছাত্রদল কর্মী রবিউল হাসান শামীমকে নিয়ে মদ্যপান করে এলাকার লোকজনকে উত্যক্ত করছিল।

    এঘটনার খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জালাল শামীমকে আটক করে। আর চোরাচালানী সাজ্জাদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।