তাহিরপুরে ভারতীয় মদ আটক

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মে,মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ১৯০বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২লক্ষ ৮৫হাজার টাকা। স্থানীয়রা জানায়-গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় বিজিবি চোখ ফাঁকি দিয়ে উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০২এর ১১এস পিলার সংলগ্ন বারেকটিলা এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে মদ পাচাঁর করে তার কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ১৯০বোতল মদ আটক করা হয়।

    এ সময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে আজাদ মিয়া তার সহযোগীদের নিয়ে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধ করতে হলে চাঁদাবাজি মামলার আসামী ও শিশু বলৎকার চিহ্নিত চোরাচালানী আজাদ মিয়াকে জরুরী ভিত্তিতে গ্রেফতার করা প্রয়োজন। এব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-মদ রেখে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি,তবে সীমান্তের চোরাচালান প্রতিরোধ করাসহ চোরাচালানীদের আটকের চেষ্টা চলছে।