তাহিরপুরে বসত-ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ!

    0
    224

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের বাজার সংলগ্ন গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার মধ্য রাতে আব্দুর রহমানের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল প্রতিপক্ষরা। বাড়িটিতে আগুন লাগার সাথে সাথেই স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় কোন রখমে রক্ষা পায়। খবর পেয়ে রবিবার সকালে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

    এঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানা যায়,উপজেলার বালিজুরী ইউনিয়নের বাজার সংলগ্ন গ্রামের জিল্লুর রহমানের সাথে একেই গ্রামের সাইদুর রহমান হেলাল সাথে র্দীঘ দিন ধরে মামলা মোকাদ্দমার বিরোধ চলছিল। এরই জের ধরে মামলার পর থেকেই জিল্লুর রহমান নিজে ও তার আতœীয় স্বজনরা র্দীঘ দিন ধরেই এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। আব্দুর রহমানের বাড়িতে আগুন লাগলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করি এবং নিভিয়ে ফেলি। বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

    জিল্লুর রহমান জানান,আমার সাথে মামলা মোকাদ্দমা থাকায় আমার প্রতিপক্ষরা নানান ভাবে আমাকে ও আমার আতœীয় স্বজনদের উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে এলাকা ছাড়তে বাধ্য করে। আমার মামলায় সাইদুর রহমানের কয়েকজন লোক কিছু দিন পূর্বে জেল খেটে বাড়ি ফিরে আসে। তারাই আমার আতœীয় আব্দুর রহমানের বাড়িতে আগুন লাগিয়েছে। আমরা এলাকা ছেড়েও শান্তিতে নেই এখন ফেলে আসা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

    তাহিরপুর থানা এসআই বিপুল আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান,কে বা কারা বাড়িতে আগুন লাগিয়েছে তা কেউ দেখেনি।