তাহিরপুরে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু:আহত ৩

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বজ্রপাতে ৩ কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৩ শ্রমিক। বজ্রপাতে মৃতরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামের আবুল মিয়ার ছেলে জামাল উদ্দিন (৩৫),পুরানঘাট গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক(৪০) ও দক্ষিন বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের বারেক মিয়ার ছেলে আল-আমিন(১৪)।

    আহতরা হলেন, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদের খলা গ্রামের আবুবক্করের ছেলে মঙ্গল মিয়া (৪৫),উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামের মহিদুল ইসলামের ছেলে মমিন মিয়া(৩২) ও শামসুদ্দিন (২৬)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটার তীরে অবস্থিত ছিলা বাজারের পূর্ব পাশে বাংলা কয়লা উত্তোলনের সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে ৩ কয়লা শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ৩ শ্রমিক।

    তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন।