তাহিরপুরে বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৪০হাজার টাকার চেক

    0
    380

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারী,সুনামগঞ্জ প্রতিনিধিঃ    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে নিহত পরিবারকে তাহিরপুর উপজেলা প্রশাসন পক্ষ থেকে ৪০হাজার টাকার নগদ চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব। জানাযায়,উপেজলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের স্থানীয় বাসিন্দা জামাল মিয়া নিজ বাড়িতে গত ২৮জুলাই বজ্রপাতের শিকার হয়। এতে করে তার দুই শিশু সন্তান মেয়ে অর্জিনা আক্তার তৃষা (৯) ছেলে মাহফুজ হাসান (৩) সাথে সাথেই মৃত্যু হয়।

    এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০হাজার টাকা করে দুই চেকের মাধ্যমে ৪০হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়। আজ সোমবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব’র নিকট থেকে আনুষ্টানিক ভাবে চেক গ্রহন করেন দুই সন্তান হারানো পিতা জামাল মিয়া।