তাহিরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ

    0
    380
    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চাষযোগ্য কৃষি জমি বন্দক দেয়া নেয়া নিয়ে কথা কাটাকাটি জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে দোকান ঘর ভাংচুর,মালামাল ও টাকা লোট করার তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । প্রকৃত ঘটনা আড়াল করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের এঘটনায় এলাকায় সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
    গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে কৃষি জমি বন্দক দেয়া নেয়া নিয়ে কথা কাটাকাটির ঘটনাটি ঘটে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার রহমতপুর গ্রামে শনিবার বিকালে মজিবুরের বাড়ির সামনে হাবিবুর রহমানের একটি কৃষি জমি রয়েছে। এই জমি বন্দক নেয় আব্দুল কাদির হাবিবুর রহমানের কাছ থেকে। এই বন্ধকি জমি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর স্থানীয় লোকজন দু জনকে ঝগড়া বাদ দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দের। এরপর আর তাদের সাথে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। কিন্তু একপর্যায়ে মজিবুর ও তার লোকজন মজিবুরের বাড়ির সামনে থাকা একটি মোদি দোকান ঘর ভাঙ্গচুর করে। দোকানে থাকা বিভিন্ন প্রকারের মালামালসহ দোকানের টাকা লোটের নাটক সাজায়। এরপর মজিবুর রহমান বাদী হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য রহমতপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউপি সদস্য জাকির হোসেন (৪৫)কে আসামী করে। এছাড়াও তার ভাইসহ ১৪জনকে আসামী করে ঘটনার দিনগত রাতে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
    স্থানীয় এলাকাবাসী জানান,ঐ দিন কোন অপ্রতিকর ঘটনা ঘটে নি। শুধু কথা কাটাকাটি হয় আর রাগারাগি এর বেশি আর কিছু জানা নেই। এলাকায় বসবাসকারীদের মাঝে কিছু লোক আছে যারা আছেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে মানুষকে কি ভাবে মামলা হামলা ফেলে হয়রানী করা যায় সেই চিন্তাই থাকে।

    এ বিষয়ে ৭নং ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন জানান,আমি কোন হামলা বা কোন অনিয়মের সাথে জরিত না। অথছ আমার প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানীর জন্য আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মনগড়া বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার সুনাম নষ্ট করেছে। আমি এর প্রতিবাদ জানাই। ঐ দিন কোন হামলা ঘটনা ঘটে নি যার জন্য কোন হাসপাতালে কোন আহত রোগীও নেই পুরো ঘটনাটি সাজানো।

    এ ঘটনায় মজিবুরের বক্তব্য পাওয়া যায় নি।

    তাহিরপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সঠিক ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।