তাহিরপুরে চোরাই কয়লাসহ ৭টি নৌকা আটক

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ টন চোরাই ও ৭টি বারকি নৌকা আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ১লক্ষ ১৪হাজার ৬শত টাকা।

    বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চাঁরাগাঁও সীমান্তের ১১৯৪এর ৫এস পিলার সংলগ্ন জঙ্গলবাড়ি এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়া ও লেংড়া জামাল ভারত থেকে কয়লা পাচাঁর করার সময় অভিযান চালিয়ে দেড়টন চোরাই কয়লা আটক করা হয়।

    অন্যদিকে পুলিশ ও বিজিরির নামে উৎকোচ নিয়ে চোরাচালানী সাজ্জাদ মিয়া লাউড়েরগড় সীমান্তে ১২০৩ এর ৩এস পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে প্রায় অর্ধশতাধিক বারকি নৌকা ভারতে পাঠায়। পরে শ্রমিকরা  কয়লা ও পাথর নিয়ে ফিরে আসার সময় অভিযান চালিয়ে ৭টি বারকি নৌকা আটক করা হয়।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির উপস্থিতি ঠের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।