তাহিরপুরে কয়লা উদ্ধারঃচোরাচালানীকে গ্রেপ্তার না করার অভিযোগ

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ফেব্রুয়ারীঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও,টেকেরঘাট ও বালিয়াঘাঁও সীমান্ত দিয়ে পাঁচার করা হচ্ছে-কয়লা,কাঠ,মরা ও নুড়ি পাথরসহ চুনাপাথর। গতকাল শুক্রবার ভোররাতে চাঁরাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের চিহ্নিত চোরাচালানী জানু মিয়ার বাড়ি থেকে ১৩বস্তা ভারতীয় চুরাই কয়লা করেছে বিজিবি। কিন্তু আটকের চেয়েও আরো বেশি পরিমান কয়লাসহ ওই চোরাচালানীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    বিজিবি ও স্থানীয়রা জানায়,প্রতিদিনের মতো ভোররাতে চোরাচালানী মামলার আসামী জানু মিয়া,চাঁদাবাজি মামলার আসামী বিজিবির সোর্স পরিচয়ধারী কালাম মিয়া,আব্দুল আলী ভান্ডারী ও বাবুল মিয়া লালঘাট সীমান্তের ১১৯৬নং পিলার এলাকা দিয়ে ভারত থেকে ৩২বস্তা (২টন) কয়লা পাঁচার করে চোরাচালানী জানু মিয়ার বাড়িতে মজুদ করে রাখে। এই খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে বাড়ি থেকে ১৩বস্তা অবৈধ কয়লা আটক করে বাকি কয়লাসহ চিহ্নিত চোরাচালানী জানু মিয়াকে ছেড়ে দেয়।

    এব্যাপারে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার খুরশেদ আলম বলেন,অভিযানে আমি যাইনি গিয়ে ছিল নায়েক সিদ্দিক। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ চুরাই কয়লা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য,সম্প্রতি লালঘাট সীমান্ত দিয়ে চোরাচালানী জানু মিয়া,আব্দুল আলী ভান্ডারী ও কালাম মিয়ার নেতৃত্বে ভারত থেকে কয়লা পাঁচার করতে গিয়ে গুহায় চাপা পড়ে ওই এলাকার শাহ জামাল নামের এক কয়লা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হয় আরো ৩জন। তারপরও চিহ্নিত চোরাচালানীরা বহাল তবিয়তে চোরাচালানের কাজ করে যাচ্ছে।