তাহিরপুরে অর্ধলক্ষাধিক টাকার ভারতীয় বিড়ি আটক করেছে বিজিবি

    0
    291

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১এপ্রিল,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ২৪৯০প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি আটক করেছে বিজিবি। আটককৃত বিড়ির মূল্য ৬২হাজার ২শত ৫০টাকা।

    স্থানীয়রা জানায়-সুনামগঞ্জ ডিবিতে থাকা এসআই জামালের মদদে গতকাল বোরবার রাত ৮টায় উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৮নং পিলার এলাকা দিয়ে চোরাচারানী আজাদ মিয়া তার সহযোগীদেরকে নিয়ে ভারত থেকে বিড়ি পাচাঁর করে তার কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওযার সময় অভিযান চালিয়ে ২৪৯০প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি আটক করা হয়।

    এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আজাদ মিয়া তার লোকজন নিয়ে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

    এব্যাপারে ডিবিতে থাকা এসআই জামালের সাথে মোবাইল ফোনে কথা হয়, তাহির পুরের প্রত্যেকটি চোরাচালানীর সাথে আপনার নাম উঠে আসছে আপনার মন্তব্য কি? জানতে চাইলে এসআই জামাল বলেন”কোন চোরাচালানীর সাথে আমার সম্পর্ক নেই এ গুলো মিথা অভিযোগ আমাকে অযথাই জড়ানো হচ্ছে।”

    এব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন আমাদের প্রতিবেদক কে জানানা-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদাই তৎপর রয়েছি।