তাহিরপুরের চাঁনপুর সীমান্তে সাড়ে ৩টন অবৈধ কয়লা জব্দ

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬এপ্রিলঃ মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত্মের চাঁনপুর এলাকা দিয়ে চলছে অবাধে কয়লা চোরাচালান। গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সাড়ে ৩টন অবৈধ কয়লা জব্দ করেছে বিজিবি। আটককৃত কয়লার মূল্য অর্ধলÿাধিক টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়, চাঁনপুর গ্রামের চিহ্নিত চোরাচালানী সম্‌্রাট মিয়া,আবুল মিয়া,আলমগীর ও জম্মত আলীর নেতৃত্বে প্রতিদিনের মতো গতকাল শনিবার সন্ধ্যায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে চানপুর সীমান্ত্মের রাজাই-টিলাপাড়া ও নয়াছড়া এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচাঁর করার সময় অভিযান চালিয়ে সাড়ে ৩টন কয়লা জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওপরের উলেস্নখিত চোরাচালানীরা পালিয়ে যায়। এব্যাপারে চোরাচালানী জম্মত আলী বলেন,আমাদের নাম পত্রিকায় দিলে কিছুই হবেনা,সুনামগঞ্জ ডিবি অফিস থেকে এসআই জামাল স্যার ও বাদাঘাট থেকে আজাদ ভাই সব ঢিল করছেন। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন সাড়ে ৩টন কয়লা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।