তারেক ও মামুনের অর্থপাচার মামলায় রায় রবিবার

    0
    243

    আমার সিলেট  24 ডটকম,১৪নভেম্বরঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া  ও তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলায় আগামী রবিবার রায় দেওয়া হবে বলে জানা যায় । আজ বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোতাহার হোসেন এ মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে এই আদেশ দেন। তারেক জিয়ার বিরুদ্ধে করা কোনো মামলায় এই প্রথম রায় ঘোষণা করা হবে। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।
    বিবরণ, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কন্সট্রাকশন কম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে ওই মামলায় অভিযোগ করা হয়েছে।