তাজ গাড়ী থেকে ফার্ণিচার ব্যবসায়ীর অর্থকরী লুটঃআহত-২

    0
    264

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩সেপ্টেম্বর: চুনারুঘাট উপজেলার পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মোঃ রফিক মিয়া (৩০) ও দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোনা গ্রামের আব্দুল হাই’র পুত্র রিপন মিয়া (৩০)সহ দুই ফার্ণিচার ব্যবসায়ীক চুনারুঘাটে গত মঙ্গলবার চুনারুঘাট থেকে ফার্ণিচার ফিকআপ গাড়ী বোঝাই করে রওয়ানা হয়েছিল মাগুড়া নবীনগর এর উদ্দেশ্যে।

    সেখানে মাল পত্র বিক্রি করে আসার পথে বৃহস্পতিবার ৩টার দিকে নবীনগর থেকে পিসবোর্ডে গোপন ঘাটে নেমে টমটমে উঠে মাইজপাড়া বাস ষ্টেশনে নামে। মেসার্স তৌশী টিম্বার হাউজ নামে জাহাঙ্গীর ফার্ণিচার দোকানে তারা বসে চা নাস্তা করেছিল। সেখানে সিএনজিতে উঠে ব্রা‏হ্মণবাড়িয়া বিশ্বরোড নামে।

    তখন একটি গাড়ী সিলেট-মৌলভীবাজার এর তাজ গাড়ীর ভিতরে ফার্ণিচার ব্যবসায়ীক দুইজন উঠলে গাড়ীর ভিতরে কিছুক্ষণ গাড়ীটি চলাকালীন অবস্থায় দুই ব্যবসায়ীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়াইয়ে অচেতন করে রাস্তায় ফেলে রেখে তাদের কাছ থেকে নগদ ৪লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

    ব্রা‏হ্মণবাড়িয়া বিশ্বরোড শেষপ্রান্ত নামক স্থানে এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৭টার দিকে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মূমুর্ষ আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে পাঠিয়ে দিলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে বিষয়টি চুনারুঘাটের ফার্ণিচার ব্যবসায়ীর হাসপাতালে দেখে ভীর জমাচ্ছে।