তাইওয়ানের ৬.৪ মাত্রার ভূমিকম্পঃপাঁচ ব্যক্তি নিহত

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ফেব্রুয়ারীঃ দক্ষিণাঞ্চলীয় তাইওয়ানের শনিবার ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৭ তলা একটি ভবনসহ অনেক ভবন ধসে এক শিশুসহ অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, দেড়শ’র বেশি আহত হয়েছে। ধ্বংসাবশেষে ভেতরে অনেকে আটকা পড়েছে বলে জানানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশংকা করা হচ্ছে।

    স্থানীয় সময় ভোর চারটার সময় এ ভূমিকম্প তাইওয়ানে আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে তাইনান শহরের ৪৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র ছিল এবং এটি মাটির ২৩ কিলোমিটার গভীরে ঘটেছে।

    ভূমিকম্প-দুর্গত তাইনানে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিও। তিনি সর্বাত্মক ত্রাণ তৎপরতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

    ভূমিকম্প-প্রবণ এলাকায় অবস্থিত তাইওয়ানে অনেক সময়ই ভূকম্পন ঘটে। সাধারণ ভাবে এ সব ভূকম্পনে দেশটির তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয় না। অবশ্য ১৯৯৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ২৪০০ ব্যক্তি নিহত এবং ৫০ হাজার ভবন ধ্বংস হয়েছিল।