তথ্য না দেয়ায় রাজধানীর এক থানার ওসিকে জরিমানা

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারীঃ তথ্য অধিকার আইন অমান্য করে তথ্য না দেয়ায় জরিমানার সম্মুখীন হয়েছেন রাজধানীর ভাটারা থানার ওসি মো. নূরুল মোত্তাকিন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।

    প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
    কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্টের একটি নির্দেশ থানায় পৌঁছেছে কি না, তা জানতে আলাউদ্দিন আল মাছুম নামে এক ব্যক্তি ভাটারা থানার ওসি বরাবর আবেদন করেন। তবে ওসি তাকে তথ্য প্রদানে অস্বীকার করেন। এ ঘটনায় ওসির বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন আল মাছুম।

     অভিযোগ পেয়ে কমিশন ওসি নূরুল মোত্তাকিনকে শুনানিতে ডাকে। তবে তিনি শুনানিতেও অংশ নেননি কিংবা কোনো সময় আবেদনও করেননি।  পরে কমিশন তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি ওসির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও নির্দেশনা দেয়।

    কমিশনের ওই শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ।

    তবে কমিশনের আদেশের কোনো কপি হাতে পাননি দাবি করে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পুলিশ কর্মকর্তা নূরুল মোত্তাকিন।ন বার্তা