তথ্যমন্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় যুব মৈত্রীর নিন্দা

    0
    223

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর : বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স আজ এক বিবৃতিতে লন্ডনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুর উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনাব ইনুর উপর এই হামলা কোন নিছক হামলা ঘটনা নয়, এই হামলা সুপরিকল্পিত। নেতৃবৃন্দ বলেন, জনাব ইনু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির প্রতিষ্ঠার সংগ্রামে আপোসহীন যোদ্ধা।

    সাম্প্রদায়িক জঙ্গীবাদ বিরোধী, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের স্বপক্ষে এবং এবং যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাত-শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখছেন। তার এই ভূমিকা যাদের পছন্দ নয় সেই রাজনৈতিক বিরোধী পক্ষ জামাত-শিবিরসহ প্রতিক্রিয়াশীল শক্তি এই ঘটনার সাথে জড়িত। তারা বলেন, বিদেশে সফরকালে একজন মন্ত্রীর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা থাকা দরকার জনাব ইনুর উপর হামলার ঘটনা সেই ব্যবস্থার দূর্বলতা প্রকটভাবে পরিলক্ষিত হয়েছে, যা অনাকাঙ্খিত।বিবৃতিতে তারা হামলার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।