ঢাকা পঙ্গু হাসপাতালে গুরুতর আহত বিজিবি সদস্য সিরাজ

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭ফেব্রুয়ারীঃ চুনারুঘাটের গুরুতর আহত বিজিবি সদস্য ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজের পাশে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব। গতকাল শনিবার বিকাল ৩টায় সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি আব্দুল হাই এর ছেলে চুনারুঘাটের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রী উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯ং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদসহ ঢাকা পঙ্গু হাসপাতালের ৩য় তলায় ১নং ওয়ার্ডের ৫২নং ব্যাডে ভর্তিকৃত চুনারুঘাট উপজেলার পারকুল বস্তি গ্রামের গুরুতর আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য সিরাজ ওরফে (শিশু মিয়ার) চিকিৎসাধীন অবস্থার খুজ খবর নিয়েছেন।

    এ সময় আরিফুল হাই রাজীবের সাথে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নিউটন দাস, সাবেক ছাত্র নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উপজেলার যুগ্ন আহবায়ক শেখ দেলোয়ার, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ রানীগাঁও ইউপির প্রস্তাবিত আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন সবুজ, মিরাশী সন্তান ঢাকা কলেজে এলএলবি অধ্যরনত শিক্ষার্থী মিজানুর রহমান লুতুসহ আরোও অনেকই।

    উল্লেখ্য, গত রোববার সকালে প্রতিপক্ষের হামলায় ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য সিরাজ মিয়া ওরফে শিশু মিয়া। স্থানীয়রা উদ্বার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকজন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ওই বিজিবি সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকে কলেজ হাসপাতালে এবং সিলেট ওসামানী থেকে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

    বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সকলের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।