ঢাকা জেলা সমাজসেবার উদ্যোগে অনুদানের চেক বিতরণ

    0
    274

    আজ বুধবার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের সভা কক্ষে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক রোগীদের হাতে প াশ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়।
    উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রকনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি রোগ প্রতিরোধে খাদ্যাভাস পরিবর্তনের উপর গুরুত্ব দিয়ে বলেন, ক্যান্সার, কিডনীর মত জটিল রোগগুলোকে আমরা আমাদের খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। খাদ্যাভাস পরিবর্তন মানে অনেক দামি খাবার নয়। প্রতিদিনের খাদ্য তালিকায় দেশীয় শাক-সবজি, ফল-মূল রাখতে হবে। দেশে করোনা মহামারী চলছে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাকি হলেও আমাদের সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
    ঢাকা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রকনুল হক এসময় তাদের করোনাকালীন সময়সহ বিভিন্ন সময়ে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, সরকার এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় আমরা আমাদের সর্বোচ্চ নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে মানুষকে তার প্রাপ্যটুকু পৌছে দিচ্ছি। এ চেষ্ঠা অব্যাহত থাকবে।
    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন সহ ঢাকা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।প্রেস বিজ্ঞপ্তি