ঢাকায় আসছেন মালয়েশিয়ার রূপকার ডা.মাহাথির

    0
    494

    আমারসিলেট24ডটকম,১৩মার্চঃ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে শনিবার ঢাকায় আসছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির বিন মোহাম্মদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি মপন্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্য মোহাম্মদ সামাদ এ তথ্য জানিয়ে বলেন, আগামী শনিবার মাহাথির মোহাম্মদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউআইটিএসের সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন রবিবার তিনি ঢাকা ছাড়বেন।
    বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে মোট ছয় হাজার ৮১ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হবে। এর মধ্যে ১৫ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, সহউপাচার্য কে এম সাইফুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন দিল্লিতে অবস্থিত হজরত নিজামুদ্দিন আউলিয়া মাজারের পীর নাজিম আল নিজামী।