ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য নাটোর হাসপাতালে ডেঙ্গু সেল

    0
    341

    গত কয়েকদিনে ১৪ ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে নাটোরে। ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু সেল খোলা হয়েছে।

    মঙ্গলবার ডেঙ্গু সেল খোলার পর থেকে শুরু হয়েছে ডেঙ্গু রোগী শনাক্তকরণের কাজ।

    সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভিড় করতে থাকে আতঙ্কিত অসংখ্য মানুষ। এদের রক্ত পরীক্ষা করে তিন রোগীর শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে।

    এদিকে নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১ রোগী শনাক্ত করা হয়েছে।

    নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিউল আওয়াল জানান, আক্রান্ত সব রোগীই ঢাকা থেকে এসেছেন।