জনগনের সতর্কতাই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব:এ্যাড সুমন

    0
    225

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্যখ্যাতসহ সর্বক্ষেত্রেই উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে অন্যান্য দেশের মত বাংলাদেশে ডেঙ্গু পরিস্থতি ভাল আছে। তবে জনগনের মাঝে সতর্কতা বার্তা পৌছে দিতে হবে। জনগনের সতর্কতাই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

    তিনি বলেন, এ ডেঙ্গু কোন ছোয়াছুয়ি রোগ নয়। শুধু মাত্র এডিশ মশার কামড়ে এ ডেঙ্গু রোগ হয়। আত্রাই উপজেলাকে মশা মুক্ত করতে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান চালানো হচ্ছে। আত্রাইয়ে ডেঙ্গু রোগ না হয় সে জন্য আসুন আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

    বাসা-বাড়ি ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

    নিজ নিজ উদ্যোগে বাসা-বাড়ি ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখি।শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধের লক্ষে পানি জমে থাকা ড্রেনে ও বাজারের আশপাশে ঔষধ স্প্রে শেষে পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরে তিনি বাজারের লোকজনদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।