ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে ১৭ সেপ্টেম্বর উপজেলা ঘেরাও কর্মসূচী

    0
    192

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৭সেপ্টেম্বর:  ৬ সেপ্টেম্বর শহীদ আসাদ মিলনায়তনে বিকেল জাতীয় কৃষক সমিতির অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান। সভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, মাহমুদুল হাসান মানিক, অনিল বিশ্বাস, হাফিজুর রহমান এমপি, দীপংকর সাহা দিপু হবিবর রহমান, আব্দুল হক, রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।

    সভায় বলা হয়, জাতিসংঘ যেখানে বলছে সৌদিতে তেলের মূল্য পানির দামের চেয়ে কমেছে, সেখানে বাংলাদেশের সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। মূল্য বাড়িয়েই শুধু সরকার খান্ত হচ্ছে না, বরং মূল্য বৃদ্ধির পক্ষে খোঁড়া যুক্তি হাজির করে বলছে এতে করে কৃষক সহ জনগণ কোন ক্ষতিগ্রস্ত হবেনা। ফেব্রুয়ারীতে তিনদিন ধরে গণশুনানীতে প্রমাণিত হয়েছে বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব কোনভাবেই যুক্তিযুক্ত নয়। এখান থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত আসে মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান।

    সভায় আরও বলা হয়, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষি পণ্য উৎপাদন খরচ ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে। কৃষক সহ সকল জনস্বার্থ বিরোধী সরকারের খোঁড়া যুক্তিতে প্রভাবিত না হয়ে, ১১ সেপ্টেম্বর থেকে সরকারের এ গণবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে হাট-বাজার, ইউনিয়ন সভা-মিছিল, গণদরখাস্ত-মানববন্ধন সর্বস্তরে আয়োজন করে জনমত গড়ে তুলতে হবে এবং ১৭ সেপ্টেম্বর উপজেলা ঘেরাও এর কর্মসূচি নিতে হবে। যতদিন বাড়তি মূল্য প্রত্যাহার করা না হবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।