ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই

    0
    231

    “প্রফেসর ড. এম,শহীদুর রহমান”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জুনঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. শহীদুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশও এর সুফল লক্ষনীয়। বর্তমানে আউট সোর্সিং আয়ে বিশ্বের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে আমাদের দেশ। তিনি প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উদ্দেশে আরো বলেন-কম্পিউটার টেকনোলজি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখতে হবে এমন কোন কথা নেই, যদি ভাল শিক্ষকের মাধ্যমে মনোযোগ দেয়া যায় তখনি ভালো শিক্ষা অর্জন করা যায়।

    গত শুক্রবার সকাল ১১টায় নগরীর পাঠানটুলায় অতিথি কম্পিাউটার টেকনোলজির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি বাবু দেবজ্যোতি মজুমদার রতনের সভাপতিত্বে ও অতিথি কম্পিউটার টেকনোলজি’র ব্যবস্থাপনা পরিচালক অশোক বর্মন অসীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি ওছঅঈ এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম, শাবিপ্রবি ইগই এর বিভাগীয় প্রধান ড. শামিম আহমেদ, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস ইনচার্জ ও ব্যবস্থাপনা বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর জয়ন্ত দাশ, সিলেট সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ভাটির আলো পত্রিকার সম্পাদক শ্রী সুরঞ্জিত বর্মন।

    এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান কলেজ এর অধ্যক্ষ জনাব গুরুপদ রায়, মার্কেটের স্বত্ত্বাধিকারী সালেহ আহমদ, পরিচালক প্রানতুষ দাস, প্রভাষক পাপিয়া চন্দ, ছাত্রী শীপা রাণী পাল ও বিশ্বজিৎ চক্রবর্তী সুমন প্রমুখ।