ডাকাতের হামলায় ৭ ডিবি আহতঃগুলিবিদ্ধ ৫ ডাকাত আটক

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,ফারুক মিয়াঃ  ডাকাতের হামলায় ডিবির এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।

    পুলিশ জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে একদল পুলিশ অভিযান চালালে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমন চালায়। এতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়, ইকবাল বাহার, আব্দুল করিম, মুসলিম, আব্দুল হালিম, শাহীন আলম ও শহিদুল ইসলামসহ ৭ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে এতে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আটক করা হয়।

    আটকদের পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান, ৪টি রামদা, ৩ রাউন্ড গুলি, ১টি ছুড়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ডাকাতদের গ্রেফতারের সময় ডাকাতরা পুলিশের উপর আক্রমন চালায়।

    এতে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। তিনি জানান ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে অভিযান চালবে।