ডাকাতি মামলা তুলে নিতে বাদীপক্ষকে ডাকাতদলের হুমকি

    0
    424

    চুনারুঘাটে প্রাণভয়ে বাদীপক্ষ বাড়িছাড়া

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭অক্টোবর,এস.এম সুলতান খান: চুনারুঘাটে ডাকাতি মামলা তুলে নেওয়ার জন্য বাদীনি সহ তার স্বজনদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ডাকাত দল। প্রাণের ভয়ে বাদীনি মোছাঃ পারুল বেগম ও তার স্বামী ইমান আলী সহ পরিবারের লোকজন বাড়িছাড়া হয়ে অন্যত্র বসবাস করছে। জানা যায়, গত ২১/০৯/২০১৫ ইং তারিখ সোমবার দিবাগত রাতে উপজেলার মিরাশী ইউনিয়নের নরসিংহেরগাঁও গ্রামের ইমান আলীর বসতঘরের দরজা ভেঙ্গে ৭ জনের একদল ডাকাত প্রবেশ করে গৃহকর্তী সহ লোকজনদেরকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লক্ষ টাকার লুট করে নেয় এবং গৃহকর্তী পারুল বেগম সহ ১৩ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

    ঘটনার পর দিন হবিগঞ্জের পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ০৪/১০/২০১৫ ইং তারিখে চুনারুঘাট থানায় ডাকাত দলের সর্দার কালু মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে পারুল বেগম বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে ডাকাতদলের চক্ররা  বাদীনি ও তার স্বামী ইমান আলীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মামলা দায়েরের ১৩ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল সরজমিনে নরসিংহেরগাঁও ইমান আলীর বাড়িতে গিয়ে দেখা যায় তার বসতঘরটি তালাবদ্ধ রয়েছে।

    এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাস করলে তারা বলেন, ইমান আলী ও পারুল আক্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে ডাকাতরা রাতে ইমান আলীর বাড়ির এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমান আলীকে হত্যার জন্য মহড়া দেয়। ডাকাতদের ভয়ে ইমান আলী ও তার স্ত্রী পারুল বেগম বাড়িছাড়া হয়ে অন্যত্র অবস্থান করছেন। থানা পুলিশ এখন পর্যন্তও ডাকাতদেরকে গ্রেফতার করতে পারেনি কেন ? এটি আমাদের প্রশ্ন।