টেকনাফে অনুপ্রবেশের পর ৭৩ রোহিঙ্গা মুসলমানকে ফেরত

    0
    440

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৬আগস্ট,নিজস্ব প্রতিনিধিঃ  মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার মুখে প্রাণে বাঁচতে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে অনুপ্রবেশের পর ৭৩ রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড।

    কোস্ট গার্ডের পূর্বজোনের গণসংযোগ কর্মকর্তা লে. শেখ ফখর উদ্দিন খান জানিয়েছেন, নাফনদী দিয়ে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশেকালে একটি নৌকাসহ ৫৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এরপর তাদের মানবিক সহযোগিতা দিয়ে ওই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়ছে। এরমধ্যে ২৬ শিশু, ২১ নারী ও ৯ জন পুরুষ ছিলেন। অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা নাফনদী ও এর আশপাশের সীমান্তে টহলে রয়েছে।

    অন্যদিকে, টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং, উলুবনিয়া, লম্বাবিল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের ১৭ জন নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে।

    এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, মিয়ানমারের কোনো নাগরিক যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তচৌকিতে হামলার ঘটনায় গুলিবিদ্ধ মো. মুসা (২২) নামে এক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে মো. মোক্তার (২৭) নামে গুলিবিদ্ধ আরও এক রোহিঙ্গা চিকিৎসাধীন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) শিলব্রত বড়ুয়া চিকিৎসাধীন রোহিঙ্গা নাগরিকের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাখাইন ক্যাম্পে হামলার সময় মুসা ও মোক্তার গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আজ (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান।

    বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় ৭৭ রোহিঙ্গা মুসলমান নিহত হন। তবে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির দপ্তর গতকাল জানিয়েছে, রোহিঙ্গাদের হামলায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে।  

    এই হামলার পর প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গতকালই ১৪৬ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পার্সটুডে