টানা ৪শতক করে রেকর্ড গড়েন কুমার সাঙ্গাকারা

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মার্চঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে শতক করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

    বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের টানা চতুর্থ শতক করে রেকর্ড গড়েন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

    ওয়ানডেতে সাঙ্গাকারার এটি ২৫তম শতক, আর বিশ্বকাপে তার পঞ্চম শতক, যার চারটিই এলো এই বিশ্বকাপ থেকে।

    ফলে বিশ্বকাপের এক আসরে চারটি শতক পাওয়া প্রথম ব্যাটসম্যান হলেন তিনি।

    আগের তিনটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করেছিলেন তিনি।

    আর স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৯৫ বলে ১২৪ রান করে আউট হন সাঙ্গাকারা।

    ওয়ানডে ক্রিকেটে এরআগে টানা তিনটি শতক করেছিলেন ৬ জন ক্রিকেটার।

    ওয়ানডে ক্রিকেটে প্রথম টানা তিন শতক করেন পাকিস্তানের জহির আব্বাস।

    এরপর ১৯৯৩ সালে পাকিস্তানের সাইদ আনোয়ার, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স, ২০১৩ সালে কুইন্টন ডি কক এবং ২০১৪ সালে নিউ জিল্যান্ডের রস টেইলর টানা তিনটি শতক করেন।

    আর বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৩টি করে শতক করেছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলী এবং অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও ম্যাথু হেইড।

    অপরদিকে কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের শতকের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য ৩৬৪ রান প্রয়োজন স্কটল্যান্ডের।

    আজ  হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৩ রান করে শ্রীলঙ্কা।

    শুরুটা ভাল ছিলনা তাদের। ম্যাচের ষষ্ঠ ওভারেই লাহিরু থিরিমান্নের উইকেট হারায় লংকানরা।

    এরপর দিলশান-সাঙ্গাকারার ১৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে দিকে এগিয়ে যায় শ্রীলঙ্কা।দিলশান করেন ১০৮ রান আর সাঙ্গাকার ব্যাট থেকে আসে ১২৪ রান।

    প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও বিশ্বকাপ টানা চার ম্যাচে শতক করার কৃতিত্ব দেখান সাঙ্গাকারা।আগের পাঁচটি ম্যাচের তিনটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা।

    আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে জিতলেও অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে দলটি।অন্যদিকে, আগের চারটি ম্যাচেই হেরেছে স্কটল্যান্ড