টাকা আত্মসাৎ করে গোপনে ভারতে যাওয়ার চেষ্টা

    0
    255

    আমারসিলেট24ডটকম,জানুয়ারী,ফারুক মিয়া: গত ১৬/০১/২০১৫ইং রোজ শুক্রবার তারিখে চোরাই রাস্তায় দুধপাতিল সড়কের সামনে দিয়ে দুপুর সাড়ে ১২ টার সময় চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ গ্রামের গোপিকা রঞ্জন রায়ের পুত্র গোপাল রায় ও গোপাল রায়ের পুত্র মান্না রায় চোরাই পথে ভারতে যাওয়ার সময় ভারতে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর হাতে তারা ধরা পড়ে।

    পরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে প্রতারক গোপাল রায় ও মান্না রায় বিগত ২২/০৯/২০১৪ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় আবারও চোরাই রাস্তায় প্রবেশ করার পর তাহাদের স্বীকার উক্তিমূলক তাহারা সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে প্রতারক গোপাল রায় ও মান্না রায় অনেক অনুনয় বিনয় করার পর এলাকাবাসীর গন্যমান্য ব্যক্তির অনুরোধে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাহাদেরকে বড়কের বাংলাদেশ সামনে ছেড়ে দেয়।

    কিন্তু জানা যায় যে, প্রতারক গোপাল রায় ও মান্না রায় তাহাদের কাছে চুনারুঘাট উপজেলার কালিচুং গ্রামের ফারুক মিয়া ভোলারজুম গ্রামের আব্দুল মজিদ, আসামপাড়ার জালাল খান, মুছিকান্দি গ্রামের বিষু লাল রায় ও শায়েস্তাগঞ্জ পুরান বাজারের অশিষ কুমার রায় রানাসহ আরো অনেকের লক্ষ লক্ষ টাকা প্রতারক গোপাল রায় ও মান্না রায় আত্মসাৎ করার চেষ্টা করেছে। প্রতারক গোপাল রায় ও মান্না রায় এর বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে বিভিন্ন মামলা মোকদ্দমা রহিয়াছে।  মামলাগুলো বিচারাধীন আছে।