ঝিকরগাছায় বখাটে ও তার বাবার হাতে শিক্ষক লাঞ্ছিত 

    0
    291

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১অক্টোবরঃ ঝিকরগাছায় বখাটে এক ছাত্র ও তার অভিভাবক বাবার হাতে এক শিক্ষক লাি ত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছার নাভারনে শেখ আকিজ উদ্দিন কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটে। লাি তের শিকার হয়েছেন ওই স্কুলের ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন।

    ইউনিফর্ম ছাড়াই দেরিতে স্কুলে আসায় ওই শিক্ষক ছাত্র ইভান কবিরকে বকাঝকা করলে সে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে ডেকে এনে শিক্ষক মিলনায়তনে গিয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইভানের বাবা আব্দুল হান্নানের মোটরসাইকেল ভাঙচুর করে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    শেখ আকিজ উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, শনিবার ৭ম শ্রেণির ছাত্র ইভান ইউনিফর্ম ছাড়াই দেরিতে স্কুলে আসে। এ ঘটনায় স্কুলের ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন তাকে ‘বকাঝকা’ করেন। এতে ইভান ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল হান্নানকে ডেকে নিয়ে আসে। এরপর বাবা-ছেলে মিলে স্কুলের শিক্ষক মিলনায়তনে গিয়ে শিক্ষক আমজাদ হোসেনকে মারপিট ও লাি ত করেন।

    এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আব্দুল হান্নানের মোটরসাইকেল ভাঙচুর করে বাবা-ছেলেকে অবরুদ্ধ করে রাখে। এরপর তারা স্কুলের মাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল ও থানার ওসি মোল্যা খবির উদ্দিন গিয়ে বাবা-ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন।

    অধ্যক্ষ মজিবুর রহমান আরো জানান, ইভান বখাটে হওয়ায় এর আগে তাকে একবার টিসি (ছাড়পত্র) দেয়া হয়েছিল। পরে সরকারদলীয় স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিনের সুপারিশে তাকে আবারো ভর্তি নেয়া হয়।

    ঝিকরগাছা থানা পুলিশের ওসি মোল্যা খবির আহমেদ জানান, বাবা-ছেলে পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

    উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পিতা শেখ আকিজ উদ্দিনের নামে ১৯৯১ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। যশোর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি আকিজ কলেজিয়েট স্কুল।