জয় তুলে নিল সফররত বাংলাদেশী তরুণ টাইগাররা

    0
    222

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর:ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলকে তুলোধুনো করে জয় তুলে নিল সফররত বাংলাদেশী টাইগার  অনূর্ধ্ব ১৯ দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্থানীয় সময় শুক্রবার রাতে ১৯৮ রানের বিশাল জয় ছিনিয়ে আনে তরুণ এই টাইগাররা।বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৮ রানেই বেঁধে ফেলে জয়ের দেখা পায়। ফলে সাত ওয়ানডে ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।ডে-নাইট ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। মাত্র পাঁচ রানের জন্য শতক বঞ্চিত হলেও দলকে বড় সংগ্রহের ভিত দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম (৯৫)। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান আগের ম্যাচের সেরা খেলোয়াড় উইকেটরক্ষক জসিম উদ্দিনের।

    এছাড়া মোসাদ্দেক হোসেন ৩২, নাজমুল হোসেন ২৫ ও মেহেদি হাসান মিরাজ ২২ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের তারিক গ্যাব্রিয়েল ৫১ রানে ৩ উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১৭ রান সিমরন হেটমায়ার ও জেরেমি সোলোজানোর। তিন বাঁহাতি স্পিনার যুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস ও নিহাদুজ্জামানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর উইকেট হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিক করা যুবায়ের ৭ রানে নেন তিন উইকেট। ফেরদৌস ৯ রানে তিনটি ও নিহাদ ২১ রানে ২ উইকেট নেন।উল্লেক্ষ্য,দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৯৫ রান করা সাদমান ইসলাম।