জ্বিন মোল্লার লক্ষ টাকায় জ্বিন বিক্রি! চুনারুঘাটে মামলা  

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪এপ্রিল,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত নবাব উল্লার পুত্র ইছাক জ্বিন মোল্লা (৫০) এর বিরুদ্ধে ১ লক্ষ টাকায় জ্বিন বিক্রির প্রতারণার অভিযোগে চুনারুঘাট থানা তার বিরুদ্ধে মামলা দায়ের। জানা যায়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে শাহপুর এলাকার ইছাক জ্বিন মোল্লার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। ইছাক জ্বিন মোল্লা তার তাবে করা জ্বিন একই এলাকার মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুল আলীর কাছে ৬০ হাজার টাকার বিনিময়ে জ্বিন বিক্রি করে এবং একই এলাকার মৃত দুধা মিয়ার পুত্র ঠান্ডা মিয়ার কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে এভাবেই আরেকটি জ্বিন বিক্রি করেন। পরবর্তীতে জ্বিন হস্তান্তরকে কেন্দ্র করে জ্বিন হস্তান্তর না করায় তিনজনের মাঝে হাতাহাতির ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসীরা বড়জুষ বাজারে এক সালিম বৈঠক বসেও বিষয়টির কোন সুরাহা হয়নি। পরবর্তীতে আব্দুল আলী ও ঠান্ডা মিয়া দুইজন বাদী হয়ে ইছাক জ্বিন মোল্লার বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১ লক্ষ টাকার জ্বিন ক্রয়-বিক্রয়ের প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে ইছাক জ্বিন মোল্লা ঘটনার পর থেকে আত্মগোপনে পালিয়ে রয়েছে। মামলাটি তদন্ত করে চুনারুঘাট থানার এস.আই হরিদাস। পুলিশ জানায়, জ্বিন মোল্লা প্রতারকদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে