জৈন্তাপুর ২৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

    0
    260

    জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা লালাখাল সীমান্তে ভারত থেকে পেচারাই পথে আসা গরুর চালান আটক করেছে ১৯বিজিবি’র লালাখাল ক্যাম্পের সদস্যরা। ১০অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখন্ডের বাগছড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৩টি ভারতীয় গরুর আটক করা হয়। তবে, বিজিবির উপস্থিতিটের পেয়ে পালিয়ে যায় গরু চোরাকারবারীরা।
    ১৯বিজিবি’র ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্ণেল সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের সীমান্তের বাগছড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৩টি ভারতীয় গরুর আটক করে লালাখাল ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাষ্টমকে জানানো হয়েছে। কাষ্টম কর্মকর্তাদের উস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, লালখাল সীমান্ত এলাকা এখন চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু, মহিষ, সুপারি এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। মাঝে মধ্যে বিজিবির অভিযানে কিছু চোরাচালান ধরা পড়লেও চোরাকারবারীরা থাকছেন ধরাছোয়ার বাইরে।

    উদ্ধার হওয়া ২৩টি গরুও বিজিবি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করলেও গরুর চালানটির মালিক লালা গ্রামের আহসান, একই গ্রামের আনোয়ার হোসেন ফয়ছাল, নিজপাট উজানিনগর গ্রামের মুহিব আলী, ময়নাহাটি গ্রামের জালাল উদ্দিন এর বলে জানায় এলাকাবাসীরা।