জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের নিন্দা ও ক্ষোভ

    0
    217
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জানুয়ারী,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ    সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন পত্রিকার আলোকচিত্রি মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর সিলেট আদালত চত্বরে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
    বৃহস্পতিবার এক বিবৃতিতে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এই নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান।
    তাঁরা বলেন, আদালত চত্বরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী সন্ত্রাসীরা কর্মরত সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ।নেতৃবৃন্দ বলেন লিয়াকত আলী ইতোপুর্বে দৈনিক সবুজ সিলেটের জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বির কে শারিরিক নির্যাতন ও দৈনিক জালালবাদ এর জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সরোয়ার বেলাল কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করিয়েছিল। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা প্রমাণ করেছে, পেশি শক্তি দিয়ে তারা গণমাধ্যমকে দাবিয়ে রাখতে চায়।
    নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।