জৈন্তাপুর প্রশাসনের বাঁশকল অপসারন নিয়ে ফের ৭সদস্যের তদন্ত কমিটিঃঅবরোধ  শিতিল

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫এপ্রিল,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেট-তামাবিল মহাসড়কের চাংঙ্গীল নামক স্থানে উপজেলা নির্বাহীর খাঁস কালেকশনের বাঁশকলটি অপসারনের দাবীতে ট্রাক শ্রমিকরা অবরোধ পালন করে আসছে। সৃষ্ট জটিলতা নিরসনে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক হল রুমে আন্দোলনকারী ট্রাক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সাথে বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক ভারত থেকে আমদানীকৃত (এলসি) পাথার, চুনাপাথর থেকে পুনরায় রাজস্ব আদায় বন্ধ রাখার আশ্বাস দিলে ট্রাক শ্রমিক ও মালিকরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত ট্রাক অবরোধ ও কর্ম বিরতি স্থগিত করে। বিষয়টি সমাধানের লক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ জেড এম নূরুল হককে প্রধান করে ৭(সাত) সদস্যের গঠিত তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটি আগামী ২০ এপ্রিলের মধ্যে বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করে। এছাড়া বৈঠকে উপস্থিত আন্দোলনকারী সংগঠনে একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন আগামী ২০ এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বাহী কতর্ৃৃক স্থাপিত বাঁশকলে ট্রাক চালক, মালিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দের লোকজন উপস্থিত থাকিবে।

    এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ জেড এম নূরুল হক প্রতিবেদককে জানান- বাঁশকল স্থাপন নিয়ে শ্রমিকদের দাবীর পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধান করা হবে। এতে ট্রাক চালক, মালিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দে সহযোগীতা প্রত্যাশা করেন।

    এবিষয়ে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুন নুর উরফে নুরু ড্রাইভার জানান- সুষ্ট সমাধানের এবং আমদানীকৃত(এলসি) পাথর ও চুনাপাথর থেকে রয়েলিট্রি না নেওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুরোধে আমরা আপাতত ২০ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছি। সমাধান না হলে ২০ এপ্রিল রাত ৮টায় আমাদের কার্যলয় হতে নতুন কর্মসূচী ঘেষনা দেওয়া হবে।